জেলা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন, ভাই এমন একটা মানুষ ছিলেন যিনি ইনসাফ প্রতিষ্ঠার জন্য সর্বদাই ছিলেন আপসহীন। তিনি সবসময় দুর্নীতির বিরুদ্ধে ছিলেন। একজন ভালো মনের মানুষ ছিলেন গ্রামের বাড়িতে আসলে যুবকদের নিয়ে খেলাধুলা করতেন সবাইকে ভালো পরামর্শ দিতেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।
সিরাজুল ইসলাম বলেন, আমার ভাই চলে গেছেন। তিনি বলে গেছেন তাকে যদি কেউ হত্যা করে তার খুনিকে যেন বিচার করা হয়। আমার ভাই কোনো সম্মান চাননি। পরিবারের পক্ষ থেকে বলতে চাই যুবসমাজ ভাইকে দেখে পরবর্তী দেশকে ভালোবাসবে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের গড়ে তুলতে পারি সেজন্য ওসমান হাদি ভাইয়ের যা যা করা দরকার সেটা যেন করা হয়। এবং ভাইয়ের খুনিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
এর আগে গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাদিকে বহনকারী বিমান।
প্রতিনিধি/এসএস