images

সারাদেশ

ঝিনাইদহে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। উপজেলার কোলা ও জামাল ইউনিয়নকে অশান্ত করতে তিনি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও ওই এলাকার সন্ত্রাসী মাসুদের আশ্রয়দাতা তিনি। কিছুদিন আগে মাসুদের একটা পিস্তল উদ্ধার করে যৌথবাহিনী।

আরও পড়ুন

কুমিল্লায় শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে প্রধান শিক্ষক গ্রেফতার

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ কয়েকটি মামলা রয়েছে।

প্রতিনিধি/এসএস