জেলা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মৃত্যুতে বাংলাদেশ অকুতোভয় ও বিপ্লবী কণ্ঠস্বরকে হারাল বলে মন্তব্য করেছেন ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও শেরপুর -১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে শেরপুর জেলা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

শেরপুর শহর আমির মাওলানা নূরুল আমিনের সভাপতিত্বে দোয়া মাহফিলে রাশেদুল ইসলাম আরও বলেন, হাদী ভাই নির্দিষ্ট কোনো দল বা গোষ্ঠীর ছিলেন না তিনি ছিলেন সর্বদলীয়। তিনি অন্যায়ের বিরুদ্ধে সত্যের লড়াই করেছেন। চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের অকুতোভয়ী যোদ্ধা ফ্যাসিবাদী সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন। ভারতীয় আধিপত্য মোকাবিলায় ও ইনসাফ কায়েমে হাদির মতো আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। প্রশাসনকে স্পষ্ট বলে দিতে চাই বিপ্লবী কণ্ঠস্বর হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে নয়তো প্রশাসনের পদত্যাগ করতে হবে।
এসময় জেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস