images

সারাদেশ

নীলফামারীতে হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা

জেলা প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গায়েবানা জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি করেন।

আরও পড়ুন

পিরোজপুরে হাদির প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সমাবেশে নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ বলেন, শেখ হাসিনাকে উদ্দেশ করে বলতে চাই, আপনি আর কোনো দিন এ দেশের রাজনীতিতে ফিরে আসতে পারবেন না।” তিনি আরও বলেন, “ভারত ফ্যাসিস্ট হাসিনার দোসর। ভারতের আধিপত্যবাদ ও মোড়লিপনা যতদিন শেষ না হবে, ততদিন হাদিরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। একজন হাদি শহীদ হলেও লাখো হাদি লড়াই চালিয়ে যাবে।”

thumbnail_1000175301

সমাবেশে আরও বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আহমেদ রায়হান, ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম, সেক্রেটারি সেলিম উদ্দিন এবং শহর যুব বিভাগের সভাপতি শরিফুল ইসলাম।

গায়েবানা জানাজা নামাজ পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম। জানাজা শেষে হাদি হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

প্রতিনিধি/এসএস