জেলা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম
ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতারও বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। তবে এ সময় যান চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি। এছাড়া বরিশালের অধিকাংশ মসজিদে হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এর আগে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার দিবাগত রাতেও ছাত্র-জনতা নথুল্লাবাদ এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ডিআইজির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করার পর সেদিনের মতো কর্মসূচি শেষ করে।
পরদিন শুক্রবার দুপুরে ছাত্র-জনতা পুনরায় নথুল্লাবাদ বাস টার্মিনালে জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেয়। এ সময় তারা হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সেখানে জুমার নামাজ আদায় শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগরীর অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে জড়ো হয়। মিছিলের কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।
অশ্বিনী কুমার হলের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা হাদি হত্যার তীব্র নিন্দা জানান এবং এই ঘটনার পেছনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন। সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে ছাত্র-জনতা স্থান ত্যাগ করে।
প্রতিনিধি/একেবি