জেলা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ পিএম
বান্দরবানের আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে এবং ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে জেলা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে আলটিমেটাম দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারের এই ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’—সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আসিফ ইকবাল বলেন, ‘গত রাতে পুলিশ সুপার আশ্বাস দিয়েছিলেন যে ২৪ ঘণ্টার মধ্যে সাবেক মন্ত্রী বীর বাহাদুরকে গ্রেফতারে করবেন এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা এই ঘেরাও কর্মসূচি পালন করছি।’
ঘেরাও চলাকালীন আরও বক্তব্য রাখেন এনসিপি জেলা কমিটির সিনিয়র সদস্য সচিব লুক চাকমা এবং ছাত্রনেতা মিছবাহ উদ্দিন।
বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের ‘ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ অভিযান চলমান রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে। এই অভিযান আরও বেগবান করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারে করে আইনের আওতায় আনা হবে।’
এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বিক্ষোভ মিছিলটি শহরের রাজার মাঠ এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এর বাসভবনে অগ্নিসংযোগ করে। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রতিনিধি/একেবি