images

সারাদেশ

তালগাছ ন্যাড়া করায় নওগাঁবাসীর ক্ষোভ

জেলা প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০২৫, ১১:২২ এএম

নওগাঁ বাইপাস সড়কের দুই পাশে সগর্বে দাঁড়িয়ে থাকা প্রায় ৭৫০টি তালগাছের ডালপালা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। বিদ্যুতের সরবরাহ লাইন সুরক্ষিত রাখতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) কর্মীরা এই কাজ করেছেন বলে জানা গেছে। বিদ্যুৎ বিভাগের এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

পরিবেশকর্মীরা বলছেন, সরকার যখন পরিবেশ রক্ষা ও বজ্রপাত রোধে দেশব্যাপী তালগাছ রোপণের উদ্যোগ নিচ্ছে, ঠিক সেই সময় গাছগুলোর ডালপালা এভাবে নির্বিচারে কাটা মোটেও সমীচীন হয়নি। এতে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়বে। তাদের মতে, বিকল্প ব্যবস্থা গ্রহণ করেই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব ছিল; তাতে গাছগুলোও বাঁচত এবং পরিবেশের ভারসাম্যও রক্ষা পেত।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, সড়কের দুই পাশে বেড়ে ওঠা এসব তালগাছের বয়স প্রায় ২০ থেকে ৩০ বছর। স্থানীয় কয়েকজন ব্যক্তি বিভিন্ন এলাকা থেকে বীজ সংগ্রহ করে অত্যন্ত যতন করে এগুলো রোপণ করেছিলেন। সময়ের পরিক্রমায় এই গাছগুলো সড়কের সৌন্দর্যবর্ধন করে আসছিল। গাছগুলোর মাথা ন্যাড়া করে ফেলায় এগুলো ধীরে ধীরে মরে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ইতোপূর্বেও ডাল কাটার ফলে কিছু গাছ মারা গেছে। এর আগে সড়ক সংস্কারের নামেও নির্বিচারে গাছ কাটা হয়েছিল।

সরেজমিনে দেখা গেছে, নওগাঁ বাইপাস সড়কের রামভদ্রপুর থেকে বটতলী বোয়ালিয়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় কয়েক হাজার তালগাছ রয়েছে। এসব গাছের উচ্চতা গড়ে ১০ থেকে ১২ ফুট। তালগাছের খুব কাছ দিয়েই গেছে বিদ্যুতের খুঁটি। এর মধ্যে দুই পাশের প্রায় ৭৫০টি তালগাছ এখন ন্যাড়া অবস্থায় দাঁড়িয়ে আছে। সারি সারি গাছের সৌন্দর্য হারিয়ে পুরো এলাকাটি এখন শ্রীহীন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন, ‘বিদ্যুৎ অফিসের লোকদের এভাবে তালগাছের মাথা ন্যাড়া করা একদম ঠিক হয়নি। প্রতিবাদ করলেও তারা শোনেন না; বরং প্রশাসনের লোকজন সাথে নিয়ে গাছ কাটেন। শুধু এখানে নয়, গ্রামের বিভিন্ন স্থানেই বিদ্যুতের লাইনের দোহাই দিয়ে গাছ কাটা হচ্ছে।’

আরেক বাসিন্দা বেলাল হোসেন আক্ষেপ করে বলেন, ‘এই গাছগুলো বড় হতে অনেক সময় লেগেছে। লাইনের নিরাপত্তার নামে তারা গাছগুলোর প্রাণ সংহার করছে। বিদ্যুতের খুঁটিগুলো সামান্য সরিয়ে নিলেই গাছগুলো রক্ষা পেত। মনে হচ্ছে পরিকল্পিতভাবে গাছগুলো মেরে ফেলার চেষ্টা চলছে।’

পরিবেশকর্মীদের হুঁশিয়ারি: স্থানীয় পরিবেশকর্মী নাইস পারভীন বলেন, ‘নওগাঁয় প্রতি বছর বজ্রপাতে অনেক মানুষ মারা যায়। সেখানে বজ্রপাত রোধে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার যেখানে গাছ লাগানোর ওপর জোর দিচ্ছে, সেখানে নেসকোর এই আচরণ পরিবেশ বিধ্বংসী। এমন কর্মকাণ্ড বন্ধ না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।’

nogon-ee

এ বিষয়ে নেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. কালাম বলেন, ‘বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ও মাথা কাটা একটি নিয়মিত প্রক্রিয়া। নিয়ম মেনেই এই কাজ করা হয়েছে।’

প্রতিনিধি/একেবি