জেলা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পর্যটন শহর বান্দরবান। এই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তেজিত জনতা বান্দরবান জেলা শহরে অবস্থিত বীর বাহাদুর উশৈসিং-এর পাঁচতলা বাসভবনে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমান হাদীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাতেই ছাত্র-জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি সাবেক মন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছালে বিক্ষুব্ধরা সেখানে ভাঙচুর শুরু করে এবং একপর্যায়ে ভবনের একাংশে আগুন ধরিয়ে দেয়।
আগুনে বীর বাহাদুরের বাসভবনের অধিকাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভবনের নিচে পার্কিংয়ে থাকা দুটি প্রাইভেটকার এবং একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) ফারুক আহমেদ জানান, অগ্নিকাণ্ডে গাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
এ ঘটনার পর থেকে জেলা শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাজার মাঠ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বান্দরবানের পুলিশ সুপার আবদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তিনি সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
প্রতিনিধি/একেবি