images

সারাদেশ

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ 

জেলা প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪১ এএম

‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গাইবান্ধায় ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। রাত গভীর হতেই গাইবান্ধা শহরের বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করা হয়। মুহূর্তেই পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে।

‎পরবর্তীতে সেখান থেকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গাইবান্ধা সংলগ্ন সড়ক হয়ে ডিবি রোডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 এ সময় বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দেন।

‎বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনোভাবেই সাধারণ মৃত্যু নয়, এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

‎এদিকে বিক্ষোভ চলাকালে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সাময়িক যান চলাচল ব্যাহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রতিনিধি/ এমইউ