জেলা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে প্রতিবাদ ও দায়ীদের গ্রেফতার দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ হয়েছে। বৃহস্পতিবার রাতে শিববাড়ি, টঙ্গীর কলেজ গেইটসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ডুয়েট শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে পড়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শত শত শিক্ষার্থী সড়কে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি ডুয়েট ক্যাম্পাস থেকে বের হয়ে শিববাড়ি গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। সড়ক অবরোধের কারণে ঢাকা শিমুলতলী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এ সময় আন্দোলনকারীরা হাদির মৃত্যুর ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।
একই দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর কলেজ গেইট এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।