জেলা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পাঁচ কেজি গাঁজাসহ নুর ইসলাম (৩২) ও ইব্রাহিম মিয়া (২২) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
মাদক কারবারি নুর ইসলাম লালমানিরহাট সদর উপজেলার কর্নপুর গ্রামের মৃত খয়েম আলীর ছেলে ও ইব্রাহিম মিয়া চর ফলিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়িগঞ্জ এলাকার রংপুর–ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় নুর ইসলাম ও ইব্রাহিম মিয়ার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা জব্দসহ তাদের গ্রেফতার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গ্রেফতার ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এমইউ