images

সারাদেশ

র‌্যাবের অভিযানে ৭২ ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২০ এএম

হবিগঞ্জ জেলার মাধবপুরে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি বাইজিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৯ ও র‌্যাব-১ যৌথ অভিযান চালিয়ে ৭২ ঘণ্টার মধ্যে তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে।

বাইজিদ মাধবপুর উপজেলার উত্তর বেজুরা গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।

বুধবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প হবিগঞ্জ ও র‌্যাব-১ ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার নীলা মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।

এই অভিযানে মাধবপুর থানায় করা ধর্ষণ মামলার এজাহারনামীয় ১নং পলাতক আসামি বাইজিদ মিয়া গ্রেফতার হয়। পরে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এমআর