জেলা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম
মাটির সঙ্গে চুন, চক পাউডার ও টাইলসের ধুলা (ডাস্ট) মিশিয়ে যশোরে তৈরি করা হচ্ছে নকল দানাদার দস্তা সার। শুধু তাই নয়, বিভিন্ন নামী কোম্পানির মোড়ক সংগ্রহ করে এই ভেজাল সার ভরে তা বাজারজাতও করা হচ্ছিল।
প্যাকেটের গায়ে ঢাকার ঠিকানা ব্যবহার করা এসব সার প্রতি প্যাকেট ২২০ টাকা দরে বিক্রি হতো। গত ৯ মাস ধরে অত্যন্ত গোপনে এই কারখানায় ভেজাল সার তৈরির কার্যক্রম চললেও শেষ রক্ষা হয়নি। সংবাদ পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সদস্যরা সেখানে অভিযান চালান।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের খন্দকারপাড়ায় অভিযান চালিয়ে এই ভেজাল সার কারখানাটি ধ্বংস করা হয়। এ সময় কারখানার মালিক ইকরামুল খন্দকারকে ৮০ হাজার টাকা জরিমানা এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়েছে। ইকরামুল খন্দকার ওই এলাকারই বাসিন্দা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা ও পুলিশ সদস্যদের নিয়ে তারা খন্দকারপাড়ার ওই কারখানায় অভিযান পরিচালনা করেন। সেখানে দেখা যায় মাটি, চুন, চক পাউডার ও টাইলস ডাস্ট মিশিয়ে দানাদার দস্তা সার তৈরি করা হচ্ছে। এরপর ঢাকার একটি কারখানার ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে তা প্যাকেটজাত করা হচ্ছে।
অভিযানকালে কারখানা থেকে আনুমানিক চার লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভেজাল সার ও উপকরণ জব্দ করে ধ্বংস করা হয়। একইসঙ্গে কারখানাটি সিলগালা করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিনিধি/একেবি