জেলা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম
ফেনীতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী মোহাম্মদ বাকের (৪৩) মারা গেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাকের ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের খায়েজ আহম্মেদের ছেলে।
নিহতের স্ত্রী খালেদা আক্তার জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ দাফন করা হবে।
গত ৭ ডিসেম্বর (রোববার) মধ্যরাতে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দেওয়ানজী বাড়ি পুকুর সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, লেমুয়া বাজারের পাইকারি ব্যবসায়ী বাকের প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে দেওয়ানজী বাড়ি পুকুর পাড়ে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তার কাছে থাকা নগদ সাড়ে তিন লাখ টাকা, মুঠোফোন ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় তারা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
নিহতের স্ত্রী খালেদা আক্তার বলেন, ‘রোববার রাতে বাকের বাড়িতে না ফেরায় আমরা দুশ্চিন্তায় পড়ি। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করি। তার মাথায় ও মুখে গুরুতর আঘাতের চিহ্ন ছিল।’ ফেনী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেন। সেখানে আইসিইউতে টানা লড়াইয়ের পর আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফেনীর বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি মামলা করেছিলেন। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো. শাহজাহান সুজন ওরফে নাইজেরিয়ান সুমন (২৪): লেমুয়া ইউনিয়নের মাস্টার পাড়া এলাকার আবুল কাশেম ফকিরের ছেলে।
মো. শাকিল খাঁন রনি (২২): সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুইজন ১২ ডিসেম্বর ফেনীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/একেবি