images

সারাদেশ

হবিগঞ্জ-৪ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

জেলা প্রতিনিধি

১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

হবিগঞ্জ জেলার চুনারুঘাট-মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এসময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে মাধবপুর উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।

আরও পড়ুন

নড়াইলে দুটি আসনে জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

এ ব্যাপারে সৈয়দ মো. শাহজাহান জানান, বিএনপি চেয়ারপারসনের নির্দেশনা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী ধানের শীষ প্রতীকে সৈয়দ মো. ফয়সলকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও জানান, সৈয়দ মো. ফয়সল একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব রাজনীতিক। তিনি নির্বাচিত হলে মাধবপুর ও চুনারুঘাটে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানে উন্নয়নে কাজ করবেন।

প্রতিনিধি/এসএস