জেলা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম
রাজশাহীর বাঘায় এক তাফসিরুল কুরআন মাহফিল চলাকালে একজন ইসলামী বক্তার ওপর হামলা করা হয়েছে। এসময় মঞ্চ ভাঙচুর করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলা সদর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলায় আহত ওই বক্তার নাম মাওলানা মো. রফিকুল ইসলাম বিন সাঈদ। এ সময় সাকিব নামে তার এক সফরসঙ্গীও আহত হন। পরে তাদের উদ্ধার করে একটি বাসায় নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাঘা ঈদগাহ মাঠে আদর্শ মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা ছিলেন মাওলানা রফিকুল ইসলাম বিন সাঈদ। 'আদর্শ সমাজ গঠনে ইসলাম' টপিকের ওপর বক্তব্য দিচ্ছিলেন তিনি।
![]()
এ ব্যাপারে মাওলানা রফিকুল ইসলাম বিন সাঈদ বলেন, ৪টা পাথর মেরেছে আমার মাথায়। বাড়ি মেরেছে হাতে। ওদের হাতে অস্ত্র ছিল। আমার সফরসঙ্গী সাকিবও আহত হয়েছে। কীভাবে আল্লাহ আমাদের বাঁচালেন, এখন বলতে পারছি না। সুস্থ হলে পরে বলব ইনশাআল্লাহ। ডাক্তার ওষুধ দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি যার যার মাহফিল নিয়েছি সামনে, যত কষ্ট হোক আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাকে যেন হেফাজত করেন, আপনাদের হেফাজত করেন।
![]()
ঘটনা সম্পর্কে ওই বক্তার সফরসঙ্গী (সহকারী) মো. সাকিব বলেন, মাহফিলটা বাঘায় যেখানে হচ্ছিল, তার পাশে মাজার ছিল। বাঘা শাহী মসজিদের পাশে মাহফিল চলছিল। হুজুর মাহফিলে মাজার, কবরে সেজদা ও শিরক নিয়ে বক্তব্য দিয়েছিলেন। সেজন্য অতর্কিত হামলা হয়। তারা লাঠি ও বাঁশ এনেছিল, পরে সরাসরি বক্তার ওপর ইট পাথর নিক্ষেপ করে। তার ওপর অনেক আঘাত করা হয়। মিডিয়া ভাইয়েরা যারা ছিল, ক্যামেরাম্যানদের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। স্টেজ ও মাইক ভাঙচুর করা হয়। ওরা ঘোষণা দিয়ে এসেছিল।
এ বিষয়ে বাঘা থানার ওসি মো. সেরাজুল হক বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বক্তাকে নিরাপদে সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/এসএস