জেলা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম
সিরাজগঞ্জ সরকারি কলেজের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের প্রথম সারির ছাত্রনেতা মো. জুয়েল সেখের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সামনে সিরাজগঞ্জ সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীসহ এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, সিরাজগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মুনতাসির হাসান মেহেদী, জেলা ছাত্রদলের সহসভাপতি সবুজ রায়হান বিজয়, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনাল আহমেদ ইদুল, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য মোছা. মনি, সরকারি কলেজের শিক্ষার্থী আরমিনা ইসলাম ও জুয়েলের পরিবারের সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, জুয়েল সেখ একজন মেধাবী ছাত্র ও নির্ভীক ছাত্রনেতা। জুলাই আন্দোলনে তার সাহসী ভূমিকা সবার জানা। তাকে দমন করতেই পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্র ও ছাত্ররাজনীতির জন্য হুমকি। গ্রেফতার শুধু একজন ছাত্রনেতার ওপর নয় বরং ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।
এ সময় বক্তারা জুয়েল সেখের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ করেন।
প্রসঙ্গত, সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছাত্রনেতা জুয়েল প্রায় এক বছর আগে যৌন হয়রানি করেছে, এমন অভিযোগে ওই ছাত্রীর বোন থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ জুয়েলকে গ্রেফতার করে।
প্রতিনিধি// এজে