জেলা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম
ঝালকাঠি পৌর শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন ও যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার(১৭ ডিসেম্বর) সকালে শহরের পুলিশ লাইন এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছার হোসেন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বিডি ক্লিন ও যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার দুই পাশে ছড়িয়ে থাকা ময়লা-আবর্জনা ও জোপঝাড় পরিষ্কার করেন। এ কাজে সহযোগিতা করেন ঝালকাঠি পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা।
একযোগে শহরের ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, ঝালকাঠি পৌর শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে