জেলা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ এএম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের তথ্য, গবেষণা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক প্রশান্ত বসাককে (৫২) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে পৌর শহরের বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট-২’ এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের (বন্দর) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার প্রশান্ত বসাক বন্দর এলাকার মৃত হেমন্ত বসাকের ছেলে। তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘প্রশান্ত বসাকের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাকে ঠাকুরগাঁও জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।’
প্রতিনিধি/এজে