images

সারাদেশ

দিনাজপুরে হত্যাসহ সাত মামলার পলাতক আসামি আ.লীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুর পৌর শাখার সহ-সভাপতি শেখ শাহ আলমকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত শেখ শাহ আলমকে আদালতে সোপর্দ করা হয়।

দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় সৈয়দপুর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শেখ শাহ আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুর পৌর শাখার সহ-সভাপতি। তিনি দিনাজপুর শহরের কাঞ্চন কলোনি এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুল আজিজের ছেলে।

আরও পড়ুন

বগুড়ায় বিশেষ অভিযানে যুব-ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

পুলিশ জানিয়েছে, শেখ শাহ আলমের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট সাতটি জিআর মামলা এবং একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি দিনাজপুর জেলার বিভিন্ন থানার আওতাধীন এলাকায় টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়াও ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় রামদা ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িত ছিলেন তিনি। তার ওই ভূমিকার ভিডিও ও ছবি সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে জানা গেছে।

প্রতিনিধি/এসএস