জেলা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ এলাকায় মেসার্স জহুরা ইন্ডাস্ট্রিজের ভেতরে ধানবোঝাই একটি ট্রাকের কেবিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস–এর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিদগ্ধ অবস্থায় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল–এ রেফার করেন।
জানা গেছে, অগ্নিদগ্ধ ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো ট-২৪-৭৮২৬। ট্রাকের ড্রাইভার মো. মিজানুর রহমান আশঙ্কামুক্ত থাকলেও হেলপার আবু সাইদ (২২)–এর অবস্থা আশঙ্কাজনক। আবু সাইদের শরীরের প্রায় ৯০ শতাংশ আগুনে ঝলসে গেছে।
এ বিষয়ে জহুরা ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী আব্দুল হান্নান বলেন, ফজরের নামাজের সময় ফায়ার সার্ভিস থেকে ফোন পেয়ে জানতে পারি আমার মিলের ভেতরে একটি ট্রাকের কেবিনে আগুন লেগেছে এবং ড্রাইভার ও হেলপার মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। খবর পাওয়ার পর থেকেই আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।
মিলের ফোরম্যান বিশ্বজিৎ জানান, “রাত সাড়ে ৩টার দিকে ঘুমাতে যাই। ভোর সোয়া ৫টার দিকে মিলের এক হেলপার আমাকে জানায় ধানের ট্রাকে আগুন লেগেছে।”
এ বিষয়ে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, “ট্রিপল লাইনের মাধ্যমে ভোর ৫টা ৩৪ মিনিটে আগুন লাগার সংবাদ পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি জহুরা অটো রাইস মিলের ১০ নম্বর মিল সংলগ্ন এলাকায় নাটোরের সিংড়া থেকে আসা ১০ চাকার একটি ধানবোঝাই ট্রাকের কেবিনে আগুন জ্বলছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি এবং আহতদের হাসপাতালে পাঠাই। ড্রাইভার স্বাভাবিক থাকলেও হেল্পারের অবস্থা আশঙ্কাজনক।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকের বৈদ্যুতিক ওয়্যারিং থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
প্রতিনিধি/ এজে