images

সারাদেশ

মাদারীপুরের শিবচরে মহান বিজয় দিবস পালন

জেলা প্রতিনিধি

১৬ ডিসেম্বর ২০২৫, ১১:২২ এএম

যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে মাদারীপুরের শিবচরে পালিত হয়েছে মহান বিজয় দিবস। উপজেলা প্রশাসন ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ব্যাপক কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে বিজয় দিবসের শুভ সূচনা হয়। 

সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধ ও মুক্তিযোদ্ধাদের সমাধিস্থানে পুস্পস্তবক অর্পণ করেন শিবচর উপজেলা প্রশাসন। এরপর থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজের নানান শ্রেণিপেশার মানুষের পক্ষ থেকে স্ব স্ব ব্যানারে র‌্যালী ও পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এইচ এম ইবনে মিজান, থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেন। বর্ণাঢ্য ডিসপ্লেতে মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা ও যুদ্ধাপরাধীদের ন্যক্কারজনক ভূমিকা তুলে ধরা হয়।

প্রতিনিধি/ এজে