images

সারাদেশ

ঝিনাইদহে ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা!

জেলা প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম

ঝিনাইদহের শত্রুতা করে ১২ শতাংশ জমির শিম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে নাটাবাড়ীয়া গ্রামের পূর্ব পাড়ার মাঠে কে বা কারা ধরন্ত শিম গাছ কেটে দেয়।

এই ঘটনায় সোমবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. লিটন মিয়া সদর উপজেলার হলিধানী ইউনিয়নের নাটাবাড়ীয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

গ্রামের ঝর্না খাতুন জানান, আমাদের কারিকার পাড়ার মাঠে কখনও কোনো ফসলের ক্ষতি হতে দেখিনি। আজ লিটনের শিম গাছ কারা কেটে দিয়েছে। তার অনেক ক্ষতি করে দিয়েছে। যারা এমন কাজ করেছে তাদের শাস্তি চাই।

thumbnail_1000036190

কৃষক লিটন বলেন, গ্রামের নিমাই বাবুর কাছ থেকে ১২ শতাংশ জমি ৭০ হাজার টাকা দিয়ে বন্ধক রাখা হয়েছে। দুই বছর ধরে সেখানে চাষাবাদ করে আসছি। গত বছরও একই জমিতে শিম চাষ করেছিলাম। তখন কোনো সমস্যা হয়নি। এ বছর শিমের চাষ করেছি ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো, গত দুই দিন আগে ওই জমি থেকে দেড় মণ শিম বাজারে ৪৫ টাকা দরে পাইকারি বিক্রয় করেছি। আজ সকাল ১০টার সময় মাঠে এসে দেখি জমির প্রতিটা শিম গাছের গোড়া থেকে কাটা।

আরও পড়ুন

কালীগঞ্জে ইটভাটায় শ্রমিকদের বাধা, ফিরে গেল পরিবেশ অধিদফতর

গ্রামে আমার ক্ষতি করবে এমন কোনো শত্রু নেই। শুধুমাত্র আমাদের প্রতিবেশীরা, আমার চাচাতো ভাইকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছিল। তাদের বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করেছিলাম। তাছাড়া আমার কারও সঙ্গে গোলযোগ নেই। তারা সেই মামলা মেটানোর জন্য কিছুদিন আগেও হুমকি দিয়ে আসছিল। আমার ধারণা তারাই এমন জঘন্য কাজ করেছে। তবে এই কাজ যেই করুক দোষীকে শাস্তিরতায় আনতে হবে।

thumbnail_1000036205

হলিধানী ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, নাটাবাড়ীয়া গ্রামের কৃষক লিটনের শিম গাছ কেটে দিয়েছে বিকালে এমন সংবাদ জানতে পারি। ফসলের সাথে শত্রুতা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। তবে যারা এমন কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সেই সাথে ক্ষতিগ্রস্ত কৃষককে কৃষি অফিসের সহযোগিতায় প্রণোদনা এবং সার্বিক সহযোগিতা করা হবে।

প্রতিনিধি/এসএস