images

সারাদেশ

কালীগঞ্জে ইটভাটায় শ্রমিকদের বাধা, ফিরে গেল পরিবেশ অধিদফতর

জেলা প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে ইটভাটা উচ্ছেদ করতে এসে শ্রমিকদের বাধায় ফিরে গেল পরিবেশ অধিদফতর।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে ঝিনাইদহ পরিবেশ অধিদফতরের একটি দল ম্যাজিস্ট্রেট ও পুলিশ নিয়ে কালীগঞ্জ পৌরসভাধীন শিবনগর এলাকার মকছেদ আলী ব্রিকসে অভিযান চালাতে আসে। এসময় শ্রমিকরা ভেকুর সামনে শুয়ে পড়ে প্রতিবাদ শুরু করেন। এ সময়ে তারা বলেন, ভাটা ভাঙতে হলে আমাদের লাশের উপর দিয়ে গিয়ে ভাঙতে হবে। তাদের দাবি এ ভাটায় আমরা প্রায় ২শত শ্রমিক পরিবার কাজ করি। এখন ভাটা ভেঙে দিলে আমাদের না খেয়ে মরতে হবে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম, কালীগঞ্জ থানার ওসি তদন্ত মোফাজ্জেল হকসহ পুলিশ ও আনসার সদস্যরা।

thumbnail_1000182278

১৫ ডিসেম্বর পরিবেশ অধিদফতর চতুর্থবারের মতো এ ভাটায় অভিযান চালায়। এসময় ইটভাটার প্রধান ফটক ভাটার সার্বিক কার্যক্রম বন্ধ রয়েছে মর্মে ফুটনোটে নোটিশ মালিক পক্ষ কর্তৃক ঝুলিয়ে রাখতেও দেখা যায়।

ইটভাটার শ্রমিক চান্দু মিয়া জানান, আমরা প্রতিবছর কোনো না কোনো ভাটায় কাজ করি। এ বছর এখানে কাজ করছি। এখানে আমরা ২শত এর অধিক শ্রমিক রয়েছি। এখন ভাটা উচ্ছেদ করলে আমরা সবাই বেকার হয়ে যাব। ভাটা ভাঙলে আমাদের পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে। আমাদের দাবি এ বছরের মতো ভাঙা যাবে না। আগামী বছর আমরা আর ভাটায় কাজ করব না বলেও উল্লেখ করেন এ শ্রমিক।

আরও পড়ুন

মসজিদে যাতায়াতের রাস্তা অবরুদ্ধ করার প্রতিবাদে মানববন্ধন

কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম জানান, ইটভাটা ভাঙার বিষয়টি পরিবেশ অধিদফতরের। সোমবার দুপুরে মকছেন আলী ব্রিকসে যাওয়ার পর শ্রমিকরা শুয়ে পড়ে ভাটা না ভাঙার জন্য অনুরোধ করতে থাকেন, ফলে পরিবেশ অনুকূলে ছিল না। এসময় পরিবেশ অধিফতরের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তাদের পরামর্শে ফিরে আসি। তবে ফিরে আসলেও এঘটনায় পরিবেশ অধিদফতর মামলা করবেন বলে উল্লেখ করেন। তবে এ ঘটনায় ঝিনাইদহ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান কোনো বক্তব্য দিতে রাজি হননি।

প্রতিনিধি/এসএস