বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
শহীদ বুদ্ধিজীবীদের হত্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সকল ফটকে তালা দিয়েছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় প্রশাসনিক ভবনের ভিতরে অন্তত একশত কর্মকর্তা-কর্মচারী আটকা পড়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রশাসনিক ভবনের ৪টি ফটকে তালা দেন সংগঠনের নেতা-কর্মীরা। এসময় শাখা ছাত্রদলের সাথে চবি প্রো-ভিসি’র (শিক্ষা) পদত্যাগের দাবিতে সংহতি জানিয়েছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও নারী অঙ্গনের নেতা-কর্মীরা।
ভবনে তালা ঝুলানোর বিষয়ে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রো-ভিসি শামীম উদ্দিন খান স্যার পাকিস্তানিদের ‘যোদ্ধা’ বলেছেন। অথচ, এই পাকিস্তানি বাহিনী এদেশের জনগণকে হত্যা করেছে। আমাদের মা-বোনদের ইজ্জত নষ্ট করেছে। তাঁর এ বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে। পদত্যাগ ছাড়া আমরা তালা খুলব না।’
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের চট্টগ্রাম জেলা সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সংগঠক ধ্রুব বড়ুয়া বলেন, ‘শামীম স্যারের বক্তব্যকে আমরা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করেছি। তিনি যে বক্তব্য দিয়েছেন, তাতে বোঝা যায় ১৯৭১ সালে যদি তিনি থাকতেন, তাহলে রাজাকারের ভূমিকা পালন করতেন। আমরা অবশ্যই তাঁর পদত্যাগ দাবি করছি।’
এর আগে, ১৪ ডিসেম্বর উপলক্ষ্যে গতকাল চবি প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, ‘‘১৬ ডিসেম্বর আত্মসমর্পণের দিন নির্ধারিত ছিল। তারা (পাকিস্তান সেনাবাহিনী) ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তারা জীবিত না মৃত অবস্থায় ফিরবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা ছিল না। এমন পরিস্থিতিতে পাকিস্তান যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এই ধারণা রীতিমতো ‘অবান্তর’।’’
তিনি আরও বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এই দেশকে অন্য একটি দেশের করদরাজ্যে পরিণত করার লক্ষ্যেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে।’
এই বক্তব্যটিকে ঘিরে বিতর্ক সৃষ্টি হলে ছাত্রদলের নেতা-কর্মীরা গতকাল রোববার রাতে প্রো-ভিসি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন। এরপর সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে তার পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সকল গেটে তালা লাগিয়ে দেন।
প্রতিনিধি/একেবি