images

সারাদেশ

নবীগঞ্জের নুরুজ্জামান হত্যা মামলায় একজন গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মো. নুরুজ্জামান হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে আরজ মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার আরজ মিয়া নবীগঞ্জ উপজেলার চরগাঁও গ্রামের মো. ছানু মিয়ার ছেলে।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল নবীগঞ্জ উপজেলার চরগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে হত্যা মামলার এই আসামিকে গ্রেফতার করা হয়।

প্রতিনিধি/এমআর