images

সারাদেশ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত সেনা সদস্য মাসুদের বাড়িতে শোকের মাতম

জেলা প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম

সুদানের আবেই জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনে যাওয়ার এক মাস ৮ দিনের মাথায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন নাটোরের ছেলে শান্তিরক্ষী মাসুদ রানা। এ ঘটনার খবরে নিহতের বাড়িতে শোকের মাতম চলছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে লালপুরে পরিবারের কাছে মৃত্যুর সংবাদ পৌঁছালে পরিবার লোকজন কান্নায় ভেঙে পড়েন। এসময় পুরো এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে সবাই স্তদ্ধ হয়ে যায়।

নিহত মাসুদ রানা নাটোর জেলার লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত সাহার উদ্দিনের ছেলে। পরিবারে মা, স্ত্রী ও আমেনা নামে আট বছরের এক কন্যা সন্তান রয়েছে। শান্তিরক্ষা মিশনে যাওয়ার আগে নিহত মাসুদ রানা যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। মাসুদ রানাসহ তারা তিন ভাই সেনাবাহিনীতে যোগ দেন। তিন ভাইয়ের মধ্য মাসুদ রানা সবার বড়।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত মাসুদ রানা ২০০৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি ২০২৫ সালের ৭ নভেম্বর আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়েছিলেন।

আরও পড়ুন

সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর পরিচয় জানা গেল

তার তিন ভাই সেনাবাহিনীতে চাকরি করেন। তার মেজো ভাই মনিরুল ইসলাম ২০১২ সালে এবং ছোট ভাই রনি আলম ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ত্রাসীরা সুদানের আবেইতে ঘাঁটিতে আক্রমণ করলে নাটোরের মাসুদ রানাসহ বাংলাদেশের ৬ জন নিহত হন। এসময় ৮ জন শান্তিরক্ষা আহত হয়েছে এবং যুদ্ধ চলমান বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিয়ার)।

স্ত্রী আসমাউল হুসনা আঁখি স্বামীর মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে পড়েছেন। মা মর্জিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে অনেক স্বপ্ন নিয়ে মানুষ করেছি। ২১ বছর ধরে আমার সন্তান দেশের জন্য কাজ করেছে। আজ দেশের বাইরে গিয়ে সে মারা গেছে। আমি কি ভাবে ভুলবে, আমার সন্তানকে। সেদিনও কথা বললে আমার ছেলে।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ ঢাকা মেইলকে নিশ্চিত করে বলেন, আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত হয়েছি। আমরা শোকাহত এবং শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিবারের সঙ্গে যোগাযোগ করে সার্বিক খোঁজখবর নিয়েছি। যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন শহীদ পরিবারের পাশে থাকবে।

প্রতিনিধি/এসএস