images

সারাদেশ

লঙ্গন নদীতে ধরা পড়ল সাড়ে ১০ কেজির আইড় মাছ 

জেলা প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ৫০০ গ্রামের একটি আইড় মাছ।

রোববার (১৪ ডিসেম্বর) ভোরে উপজেলার লঙ্গন নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

পরে জেলেরা ১ হাজার ৬৭০ টাকা কেজি দরে মাছটি স্থানীয় বাজারের আড়তে বিক্রি হয়েছে।

স্থানীয় সাংবাদিক মিহির দেব জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হাওর বেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়। হাওড়ের পাশাপাশি বিভিন্ন নদী থেকেও মাছ ধরেন এখানকার জেলেরা।

তিনি জানান, রোববার ভোরে নাসিরনগর সদরের মৎস্য আড়তে সুধন দাস নামে এক জেলে ১০ কেজি ৫০০ গ্রামের একটি আইড় মাছ নিয়ে আসেন। পরে স্থানীয় আড়তদার সুজন দাস ১ হাজার ৬৭০ টাকা কেজি দরে জেলেদের কাছ থেকে মাছটি কিনি নেন। রোববার ভোরে লঙ্গন নদীতে জেলের জালে মাছটি ধরা পড়ে।

প্রতিনিধি/ এজে