জেলা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পিএম
গাইবান্ধায় যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে।
এছাড়াও পুলিশ সুপার, জেলা পরিষদ, গাইবান্ধা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজ, গাইবান্ধা প্রেসক্লাব, বাংলাদেশ প্রগতি লেখক সংঘসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান এতে অংশ নেয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন- জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম রঞ্জু, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা কমান্ডের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজাসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শেষে দেশ ও জাতির মঙ্গলকামনাসহ শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
প্রতিনিধি/ এজে