images

সারাদেশ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ২

জেলা প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজার বাসস্ট্যান্ডে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকেশ (১৫) নামের এক স্কুলছাত্র ঘটনা স্থলেই নিহত হয়েছে। একই সঙ্গে আহত হয়েছেন অপর মোটরসাইকেলে থাকা দুজন।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বামন্দি বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকেশ জোড়পুকুরিয়া জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও উপজেলার তেরাইল গ্রামের মধ্যপাড়ার কমিরুল ইসলামের ছেলে।

আহতরা হলেন— মেহেরপুর সদর উপজেলার মল্লিক পাড়ার আব্দুল বাকির ছেলে অভিক (৩২) ও গাংনী উপজেলার বামন্দি গ্রামের মিনকুল ইসলামের ছেলে শয়ন (১৬)।

স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বামন্দি স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

নিহতের চাচা কাওছার আলী জানান, আজ সকালে তার ভাইয়ের ছেলে স্কুল পড়ুয়া রাকেশ মোটরসাইকেলযোগে দ্রুত গতিতে বামন্দির দিকে যাচ্ছিল। বামন্দি বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি অটোরিকশাকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রাকেশ ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে বামন্দির স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে আরও দুইজন। ঘঠনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/টিবি