জেলা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ এএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন সীমান্ত অতিক্রম করে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে পঞ্চগড় সীমান্তজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকেই বিজিবির ১৮ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
বিজিবি সূত্র জানায়, গত ১২ ডিসেম্বরে সংঘটিত হামলার পরিপ্রেক্ষিতে সন্দেহভাজন ব্যক্তি যাতে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে এবং বাইরের থেকে কোনো দুষ্কৃতিকারী যেন অবৈধভাবে অস্ত্র বা গোলাবারুদ নিয়ে দেশে প্রবেশ করতে না পারে— সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
এর অংশ হিসেবে পঞ্চগড় ব্যাটালিয়ন সদর ও সীমান্তবর্তী বিওপিগুলোর নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল দল দ্বারা সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় চলাচলকারী যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদেরও নিয়মিত তল্লাশি করা হচ্ছে।
এছাড়া বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে (আইসিপি) নজরদারি আরও জোরদার করা হয়েছে। আইসিপি দিয়ে যাতায়াতকারী সব যানবাহন ও যাত্রীদের চেকিংয়ের পাশাপাশি কে-৯ ইউনিট (ডগ স্কোয়াড) দিয়ে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ পুরো সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে এবং গোয়েন্দা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরও বলেন, দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে কোনো সন্দেহভাজন ব্যক্তি যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
প্রতিনিধি/টিবি