images

সারাদেশ

কর্ণফুলী পেপার মিলসে ফের উৎপাদন শুরু

জেলা প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ এএম

রাঙ্গামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত্ব কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএম) কারখানায় চারদিন সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও উৎপাদন শুরু হয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে মিলে কাগজ উৎপাদনের কাজ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্।

তিনি বলেন, কারখানার কর্ণফুলী নদী সংলগ্ন ওয়াগ্গা পানি উত্তোলন পাম্প হাউজের কারিগরি সমস্যার কারণে বিগত চারদিন ধরে সাময়িকভাবে উৎপাদন বন্ধ ছিল। কেপিএম -এর কাগজ উৎপাদন করতে প্রচুর পানির প্রয়োজন, যার পুরাটাই কর্ণফুলী নদী হতে উত্তোলন করা হয়। শুষ্ক মৌসুম শুরু হওয়ায় বর্তমানে ভাটার সময়ে নদীর পানির স্তর অনেক নিচে নেমে যায়, এতে পর্যাপ্ত পানি উত্তোলন বাঁধাগ্রস্ত হয়। বর্তমানে পানির প্রবেশ পথ ম্যানুয়ালি খনন এবং বালু উত্তোলন পাইপ লাইন ব্যবহারের মাধ্যমে আরও গভীর করে শনিবার উৎপাদন সচল করা হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট ছাপানোর জন্য বাংলাদেশ স্টেশনারী অফিস (বিএসও'র) এর মাধ্যমে নির্বাচন কমিশন কেপিএম হতে ৯১৫ মেট্রিক টন ব্রাউন, গোলাপি এবং সবুজ রঙয়ের কাগজের চাহিদা দিয়েছিলেন। চাহিদার বিপরীতে এ পর্যন্ত কেপিএম থেকে ৫৩৭ মেট্রিক টন কাগজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট ৩৭৮ মেট্রিক টন কাগজ আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরবরাহের সময়সীমা রয়েছে। পর্যায়ক্রমে সরবরাহ করা হবে তিনি উল্লেখ করেন।

প্রতিনিধি/টিবি