images

সারাদেশ

ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুয়াকাটায় মশাল মিছিল

জেলা প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় জুলাই আন্দোলনের যোদ্ধা ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মশাল মিছিল, প্রতিবাদ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ঐক্য, শিক্ষা ও নেতৃত্ব এই মূলমন্ত্রকে সামনে রেখে কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্সের আয়োজন করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ মাগরিব কুয়াকাটা প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি মশাল মিছিল বের হয়ে কুয়াকাটার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের একজন সাহসী যোদ্ধা ওসমান হাদীর ওপর হামলা দেশ ও জাতির জন্য লজ্জাজনক। মতের ভিন্নতার কারণে সহিংসতার পথ বেছে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই হামলার মাধ্যমে একটি আদর্শ ও নেতৃত্বকে ভয় দেখানোর অপচেষ্টা করা হয়েছে। তবে শিক্ষার্থী সমাজ কখনো অন্যায়ের কাছে মাথানত করবে না। ঐক্যবদ্ধ ছাত্রসমাজই সব অপশক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুন

হাদির ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে চাঁদপুরে বিএনপির বিক্ষোভ

সমাবেশে বক্তব্য দেন কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্সের আহ্বায়ক মো. মহিম, পায়রা (কলাপাড়া উপজেলা শিক্ষার্থীদের সহযোগিতামূলক অরাজনৈতিক সংগঠন)-এর সভাপতি শহিদুল ইসলাম সৈকত, সংগঠনের মুখপাত্র মুজাহিদ সিফাতসহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

এছাড়া ছাত্র শিবির মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল যুবায়ের, ছাত্রনেতা সোহেল রানা, সাবেক ছাত্রনেতা রেদওয়ানুল ইসলাম রাসেল, আরিফুল ইসলাম সাইকুল ঘরামি, দুলাল ফকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ থেকে অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে জুলাই আন্দোলনের সব নেতাকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

কর্মসূচির শেষ পর্যায়ে ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা, দেশ ও জাতির শান্তি এবং সব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়ে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র মুজাহিদ সিফাত। এতে শিক্ষার্থী, সচেতন নাগরিক ও সাংবাদিকরা অংশ নেন।

প্রতিনিধি/এসএস