জেলা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পিএম
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশে সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ করে হত্যার চেষ্টা ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাসহ সহিংস ঘটনার তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চাঁদপুর জেলা বিএনপি।
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীসহ মানুষের ওপর ধারাবাহিক হামলা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। রাজনৈতিক ভিন্নমত দমনে সহিংসতার আশ্রয় গ্রহণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে হামলার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক সহিংসতার মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বিএনপি রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।
জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামসুল ইসলাম মন্টু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হজরত আলী ঢালীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা এসময় উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে নেতারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন এবং হামলার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি করেন।
প্রতিনিধি/এসএস