জেলা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান গনি হাদির ওপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির মাগুরা জেলা শাখা।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের চৌরঙ্গী মোড় হয়ে ভায়না মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রশিবির মাগুরা জেলা শাখার সভাপতি আমিনউদ্দিন আশিক সাধারণ সম্পাদক মো. জুবায়ের সাবেক জেলা সভাপতি মো. কুতুবউদ্দিন, সেক্রেটারি মো. শাওন অর্থ সম্পাদক মো. ওহিদুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান গনি হাদির অপর নৃশংস এ হত্যার তীব্র নিন্দা জানান এবং হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি দাবি জানান তারা।
প্রতিনিধি/এসএস