বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ময়মনসিংহ কেন্দ্রের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় বাকৃবির ছয়টি অনুষদের আওতাধীন ১৬টি এলাকায় ১৬১টি কক্ষে মোট ৭ হাজার ৪৫৮ জন পরীক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭ হাজার ২৮১ জন, অনুপস্থিত ছিলেন ১৭৭ জন। এতে উপস্থিতির হার ছিল প্রায় ৯৮ শতাংশ।
ভর্তি পরীক্ষা চলাকালে কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বাকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল আলীম, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ, সহকারী প্রক্টর প্রফেসর ড. সোনিয়া সেহেলি, প্রফেসর ড. কাজী ফরহাদ কাদির, প্রফেসর ড. মাহবুবুল প্রতীক সিদ্দিক, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার ড. জহিরুল আলম-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা।
পরিদর্শন শেষে ভাইস চ্যান্সেলর গণমাধ্যমকে জানান, ভর্তি পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। তিনি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, প্রতিযোগিতামূলক এই পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলবে এমনটাই প্রত্যাশা। একই সঙ্গে ভর্তি পরীক্ষা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সারাদেশের আটটি বিভাগে একযোগে অনুষ্ঠিত হচ্ছে। বাকৃবি কেন্দ্রের ইউনিট সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন কৃষি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মাসুম আহমাদ।
প্রতিনিধি/একেবি