images

সারাদেশ

হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদ নাটোরে বিএনপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সন্ত্রাসী হামলায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে নাটারে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে নাটোর জেলা বিএনপির আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।

আরও পড়ুন

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ

এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেল, জেলা যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতারা।

thumbnail_Natore_BNP_Pic-13.12.25-01

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনার নির্দেশে সেই হত্যাকাণ্ডের চেষ্টা করেছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে আগামী দিনে অব্যাহত রাখবে, এটা বানচাল করার উদ্দেশে এই ঘটনা ঘটানো হয়েছে। আগামী দিনে এমন ঘটনা যেন না ঘটতে পারে এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

প্রতিনিধি/এসএস