জেলা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১১ এএম
নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদলকর্মী সালমান খন্দকার হত্যা মামলার অন্যতম আসামি রহমতুল্লাহ শেখকে (২৭) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) অভিযান চালিয়ে শহরের মদিনাপাড়া থেকে রহমতুল্লাহকে গ্রেফতার করে পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) তারোক বিশ্বাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার রহমতুল্লাহ শেখ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়া মল্লিকপুর গ্রামের গাউস শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা তারক বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে শহরের মদিনাপাড়া থেকে রহমতুল্লাহকে গ্রেফতার করেন। সালমান খন্দকার হত্যা মামলার আসামি নয়ন কাজী সম্প্রতি পুলিশের হাতে গ্রেফতারের পর আদালতে যে জবানবন্দি দেয় তাতে রহমতুল্লাহর নাম উঠে এসেছে। এর আগে চলতি বছরের ৯ মে সকালে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউড়িডাঙ্গা বিল থেকে যুবদলকর্মী একই ইউনিয়নের মাধবহাটি গ্রামের খাজা খন্দকারের ছেলে সালমান খন্দকারের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার ঘটনায় নিহতের ভাই লোহাগড়া থানায় একটি হত্যামামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই তারক বিশ্বাস বলেন, গ্রেফতার রহমতুল্লাহ শেখকে আদালতের মাধ্যমে জেল হজতে পাঠানো হয়েছে। সালমান খন্দকার হত্যা মামলার তদন্ত প্রায় শেষের পথে। খুব শিগগিরই আদালতে চার্জশিট দাখিল করা হবে।
প্রতিনিধি/টিবি