images

সারাদেশ

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর নৃশংস হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার খাগড়াছড়ি জেলার সর্বস্তরের ছাত্র-জনতার উদ্যোগে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

FB_IMG_1765554213652

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে গুলির মতো ন্যক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা।

আরও পড়ুন

হাদির ওপর হামলার প্রতিবাদে নিজ জন্মভূমি নলছিটিতে বিক্ষোভ

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মো. আকিব মনি ইফতি, মো. জাহিদ হাসান, মো. শাহ নেওয়াজ, মো. মোহাম্মদ জালাল।

প্রতিনিধি/এসএস