images

সারাদেশ

ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ

জেলা প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ পিএম

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে শহরের চকবাজার থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর তেমুহনী গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনের জেলা কমিটির সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মো. ইব্রাহিম, গণঅধিকার পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলায়মান চৌধুরী, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক আরমান হোসাইন, সদস্য সচিব শাহেদুর রহমান রাফি, যুগ্ম-আহ্বায়ক আরিয়ান রায়হান ও মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ। 

thumbnail_14532

আরও পড়ুন

হাদির ওপর হামলার প্রতিবাদে নিজ জন্মভূমি নলছিটিতে বিক্ষোভ

শিবির নেতা ফরিদ উদ্দিন বলেন, দেশের মানুষের বিপ্লবী কণ্ঠস্বর জুলাই যোদ্ধা ওসমান হাদি ভাইকে পরিকল্পিতভাবে গুলি করা হয়েছে। আমরা ছাত্রজনতার পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই গুলি ওসমান হাদিকে করা হয়নি, জুলাই শক্তিকে ও এই দেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে গুলি করা হয়েছে। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। সারাদেশের মতো লক্ষ্মীপুরে এখনও অস্ত্রের ঝনঝনানি চলছে। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে দোষীদের গ্রেফতারের ঘোষণা দিয়েছে। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। দোষীদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে হবে।

প্রতিনিধি/এসএস