images

সারাদেশ

হাদির ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল

জেলা প্রতিনিধি

১২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ পিএম

জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির সমন্বয়ক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পাচুর মোড়ে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

আরও পড়ুন

ওসমান হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, যুগ্ম সদস্য সচিব জোড়া খাতুন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, জেলা জাতীয় যুবশক্তি আহ্বায়ক সৈয়দ আহমদ উল্লাহ সাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাফি দেওয়ান, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক এহসান নাহিদ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন তারা সাবধান হয়ে যান। আমরা মনে করি এই হামলার সঙ্গে প্রশাসনের একটি অংশ জড়িত। যদি অতি দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার না করা হয়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে পুনরায় আন্দোলনে নামব।

প্রতিনিধি/এসএস