নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ এএম
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ৩০তম বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চট্টগ্রামে অবস্থিত এক্সচেঞ্জের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন সিএসইর পরিচালক ড. মাহমুদ হাসান, নাজনীন সুলতানা, মেজর (অব.) এমদাদুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, শাহজাদা মাহমুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার এবং কোম্পানি সেক্রেটারি রাজীব সাহা।
এজিএমে শেয়ারহোল্ডাররা ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ঘোষিত সাড়ে তিন শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছেন।
এ ছাড়া সভায় সিএসইর একজন শেয়ারহোল্ডার পরিচালক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত লাঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের এমডি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীকে পুনরায় দায়িত্ব পালনের অনুমোদন দেওয়া হয়েছে।
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এমআর/এআর