images

সারাদেশ

জয়পুরহাটে পৌর বর্জ্য থেকে জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন

জেলা প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম

জয়পুরহাটে পৌরসভার বর্জ্য থেকে জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কড়ই কাদিপুর এলাকায় নির্মিত বর্জ্য শোধনাগার প্রাঙ্গণে নবনির্মিত জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও পৌরসভার প্রশাসক নুরুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো. রেজা, সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মিজানুর রহমান, এসএনভি বাংলাদেশের জয়পুরহাট কো-অর্ডিনেটর আব্দুল হালিম, স্যানিটেশন ইঞ্জিনিয়ারিং অ্যাডভাইজার সুমন আলী প্রমুখ।

জয়পুরহাট পৌরসভার প্রশাসক নুরুল ইসলাম জানান, এসএনভি বাংলাদেশ এর আর্থিক সহায়তায় ১৪ লাখ ৩৮ হাজার টাকা ব্যায়ে এ জৈব সার উৎপাদন কারখানার উদ্বোধন করা হয়্। এ কার্যক্রমের ফলে উৎপাদিত জৈব সার জয়পুরহাট জেলার কৃষকদের মাঝে স্বল্প মূল্যে বিতরণ করা হবে।

প্রতিনিধি/ এজে