images

সারাদেশ

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পিএম

মানিকগঞ্জে চাঁদের হাসি নামের একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে জেলার ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় হাসপাতালের কোনো ডিউটি চিকিৎসক না থাকা সত্ত্বেও রোগী ভর্তি করাসহ ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় এই জরিমানা করা হয়।

আরও পড়ুন

যশোর সদর হাসপাতাল থেকে গুলি-চাকুসহ যুবক আটক

অভিযানে হাসপাতালটির সেবা ও নথিপত্র যাচাই করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা (সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য) লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জেলার ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজন্তা জানান, অভিযোগের ভিত্তিতে আমরা হাসপাতালটি পরিদর্শন করতে যায়। এসময় দেখা যায় হাসপাতালে নেই কোনো ডিউটিরত চিকিৎসক। এরপরও চার রোগী ভর্তি ছিলেন, যার মধ্যে তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া গেছে। এসব অনিয়মের জন্য প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষকে হুঁশিয়ারি করা হয়, জরিমানার পরও যদি এ ধরনের অনিয়ম চলতে থাকে, তাহলে পরবর্তীতে হাসপাতালটি সিলগালা করা হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস