images

সারাদেশ

কলমাকান্দায় পানিভর্তি বালতিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় পানিভর্তি বালতিতে ডুবে নাদিয়া নামে ১১ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাদিয়া উপজেলার মেদিরকান্দা গ্রামের নবাব মিয়ার মেয়ে।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে নির্বাচনী বৈঠকে বিএনপি নেতার মৃত্যু

পরিবার ও স্থানীয়রা জানান, সকালে ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন নাদিয়ার মা। এসময় খেলতে খেলতে অজান্তেই শিশুটি ঘরে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুর মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাদিয়াকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল নাদিয়াকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস