জেলা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার দুটি আসনে তারুণ্যের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাপ্তি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘোষিত ১২৫ জন প্রার্থীর মধ্যে খুলনা- ১ ও খুলনা- ২ রয়েছে।
খুলনা-১ আসন গঠিত হয়েছে উপকূলীয় দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে। এ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দক্ষিণাঞ্চলের সংগঠক ওয়াহিদুজ্জামান।
খুলনা সিটি করপোরেশনের ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত খুলনা- ২ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক। এ আসনে নগরীর সদর ও সোনাডাঙ্গা থানা অবস্থিত।
প্রতিনিধি/ এজে