images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনে এনসিপির হয়ে লড়বেন মাহদী-আতাউল্লাহ

জেলা প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ পিএম

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন। এসময় ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে দলের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সংগঠক মো. আতাউল্লাহকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ জানান, প্রাথমিক পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের মধ্যে দুটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি আসন গুলোতে পর্যায়ক্রমে প্রার্থী ঘোষণা করা হবে।

প্রতিনিধি/টিবি