জেলা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম
গাজীপুরের কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ছিনতাই করা মোবাইল ফোনসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) ভোররাতে কাশিমপুরের লোহাকৈর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন— কালিয়াকৈর থানার মৌচাক সদরচালা এলাকার লাবিব উদ্দিনের ছেলে সোহেল রানা (৪১), কাশিমপুর থানার লোহাকৈর এলাকার মৃত জসীম উদ্দিনের ছেলে ইব্রাহিম (৪৫), শরিয়তপুরের জাজিরা থানার বিলাপুর এলাকার সজিব ফকির, জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে রবি আলম (৩২), গাইবান্ধার সদর থানার গিদারী গ্রাম এলাকার সেলিম মিয়ার ছেলে শামীম মিয়া (২৮), নরসিংদী সদর থানার পূর্ব দত্তপাড়ি এলাকার মৃত সুমন মিয়ার ছেলে সামিউল আদনান (২১), কাশিমপুর থানাধীন লোহাকৈর এলাকার আনিছ মিয়ার ছেলে আলমগীর ও মেয়ে আঁখি।
কাশিমপুর থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন বলেন, গেল রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাকৈর এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ছিনতাই করা মোবাইল এবং নগদ ১ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা হামলার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটজনকে গ্রেফতার করা হয়। সন্ত্রাসী ও মাদক কারবারিদের এ চক্রের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক অভিযোগ ও মামলা রয়েছে।
প্রতিনিধি/টিবি