উপজেলা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ এএম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মাদরাসা-এতিমখানার শতাধিক শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক লোক অংশগ্রহণ করে।
এ সময় মোনাজাতে অংশ নেওয়া লোকজনের আমিন আমিন ধ্বনিতে মাহফিলে আবেগঘন পরিবেশ স্মৃতি হয়। তারা গুরুতর অসুস্থ বিএনপি নেত্রীর দ্রুত আরোগ্যে কামনা করেন।
থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুমন শেখের সভাপতিত্বে ও শুভাড্যা ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক ইসমাঈলের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - থানা বিএনপি সহপ্রচার সম্পাদক ইমাম আয়াতুল্লাহ মেকিন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহরুখ পাপেল, থানা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক মারুফ আহমেদ মিলন, থানা তাঁতি দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, থানা মহিলা দলের সাধারণ সম্পাদক রাশিদা বেগম, শুভাড্যা ২নম্বর ইউনিট বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বাহাদুর, শুভাড্যা ২নম্বর ইউনিট স্বেচ্ছাসেবক দল সভাপতি সেলিম মৃধা, শুভাড্যা ২নম্বর ইউনিট যুবদল সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ছাত্রদল ২নম্বর ইউনিট সভাপতি সেজান ঢালী, ডা. শামিম রেজা, সোহেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ