জেলা প্রতিনিধি
০৭ জুলাই ২০২২, ০১:৩৯ পিএম
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বিক্রয় করার জন্য কোরবানির হাটে নেওয়ার পথে ট্রলারডুবিতে ৭টি গরুর মৃত্যু হয়েছে। জানা গেছে, ট্রলারে মোট ২৭টি গরু ছিল। ২০টি গরু জীবিত উদ্ধার করা গেছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপরে ঘিওর বাজার সংলগ্ন গরুর হাটা এলাকার পাশে ধলেশ্বরী শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রিয়াজু্দ্দ আহামেদ বিপ্লব এ বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়াজু্দ্দ আহামেদ বিপ্লব বলেন, জেলার দৌলতপুর উপজেলার বাচামারা এলাকা থেকে কোরবানি গরু বোঝাই করে খামারিরা বিক্রয় করার জন্য ঢাকার গাবতলীর হাটে নিয়ে যাচ্ছিলেন। ঘিওরের হাটের সামনে আসলে তীব্র স্রোতে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ২৭টি গরুর মধ্য ২০টিকে জীবিত উদ্ধার করা গেলেও বাকি ৭টি গরু মারা যায়।
প্রতিনিধি/এইচই